বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

বৃহস্পতিবার দেখা যাবে বছরের শেষ সুপারমুন, চাঁদ হবে আরও উজ্জ্বল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বছরের শেষ সুপারমুন বা 'কোল্ড মুন' আগামী বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, রাতের আকাশ আলোকিত করতে আসছে। এটিই হতে চলেছে ২০২৫ সালের শেষ সুপারমুন।

পূর্ণিমার চাঁদ যখন পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার কক্ষপথের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে, তখনই এই সুপারমুন দেখা যায়। ডিসেম্বরে এই বিশেষ পূর্ণিমা দেখা যায় বলে এটিকে সাধারণত 'কোল্ড মুন' নামেও ডাকা হয়।

 

এটি চাঁদকে স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং কিছুটা বড় দেখাবে।

 

যারা এই শ্বাসরুদ্ধকর দৃশ্যটি কাছ থেকে দেখতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। মহাকাশ পর্যবেক্ষণের জন্য সেরা টেলিস্কোপ, বাইনোকুলার এবং ক্যামেরাগুলো ব্যবহার করে এই দৃশ্য আরও ভালোভাবে উপভোগ করা যেতে পারে।

 

সুপারমুনের কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি আসায় জোয়ারের মাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেই পার্থক্যও সাধারণত মানুষের নজরে আসে না।

সেদিন সন্ধ্যায় চাঁদ ওঠার পর থেকেই বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এই উজ্জ্বল দৃশ্য উপভোগ করা যাবে।

 

তবে আবহাওয়া অবশ্যই অনুকূল হতে হবে, অর্থাৎ আকাশ মেঘমুক্ত থাকা জরুরি।

 

তথ্যসূত্র বিবিসি স্কাই নাইট ম্যাগাজিন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন