আন্তর্জাতিক

বেনিনে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে কয়েকজন নিহত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৮ই ডিসেম্বর) মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক শেষে সরকার নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনের সরকারি বাসভবনে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়। এতে প্রেসিডেন্টের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল বারতিন বাদা গুরুতর আহত হন এবং হামলায় তার স্ত্রী নিহত হন।

 

রবিবার (৭ই ডিসেম্বর) কর্নেল তিগ্রি পাস্কালের নেতৃত্বে কিছু বিদ্রোহী সেনা রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছিল। তারা সংবিধান স্থগিত ও সীমান্ত বন্ধের ঘোষণাও দেয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যুত্থান নস্যাৎ করে দেওয়ার দাবি করেন এবং জড়িত বিদ্রোহী সেনাদের গ্রেপ্তার করা হয়।

 

গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য পরিচিত বেনিনে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ২০১৬ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন