আন্তর্জাতিক

ব্রাজিলে ৮০ বছর পর ফুটল বিরল ট্যালিপট ফুল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ফুটেছে বিশ্বের অন্যতম বিরল ট্যালিপট পামের ফুল। এটি এমন এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা, যেখানে গাছটি তার জীবদ্দশায় মাত্র একবারই ফুল ফোটায় এবং ফুল ফোটার পরপরই গাছটির মৃত্যু ঘটে। রিও ডি জেনেইরোর বোটানিক্যাল গার্ডেনে এখন দেখা যাচ্ছে প্রকৃতির এই বিষাদময় অথচ অপূর্ব সুন্দর দৃশ্য।

ভারত ও শ্রীলঙ্কার আদিনিবাস এই ট্যালিপট পাম গাছগুলো ১৯৬০-এর দশকে ব্রাজিলে আনা হয়েছিল বিখ্যাত ল্যান্ডস্কেপ স্থপতি রবার্তো বুরলে মার্কসের হাত ধরে। ২০ মিটারের বেশি উচ্চতার এই গাছগুলো ৩০ থেকে ৮০ বছর বয়সে একবারই ফুলে ভরে ওঠে।

 

রিওর বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে তিনটি গাছের মধ্যে দুটি ফুলে ছেয়ে গেছে। এর আগে ২০১০ সালে শেষবার এমন দৃশ্য দেখা গিয়েছিল। শুধু বোটানিক্যাল গার্ডেনেই নয়, আতেরো দো ফ্লামেঙ্গো পার্কেও একটি ট্যালিপট ঝোপে ফুল ফোটা শুরু হয়েছে। ফুল ঝরে পড়ার পর গাছটি মারা যাবে, তবে রেখে যাবে নতুন চারা, যা এই চক্রকে ভবিষ্যতে এগিয়ে নেবে।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন