ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির ৬০টিরও বেশি স্কুলে শুক্রবার (১৮ই জুলাই) সকাল থেকে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
হুমকি পাওয়ার পরপরই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড দ্রুত স্কুলগুলোতে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। দিল্লির ২০টিরও বেশি স্কুলে এবং বেঙ্গালুরুর ৪০টি স্কুলে একই ধরনের হুমকি বার্তা পাঠানো হয়েছে।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, হুমকি দেওয়া ইমেইলে অত্যন্ত হিংসাত্মক বার্তা লেখা ছিল। প্রেরক দাবি করে, সে স্কুলের শ্রেণিকক্ষে কালো প্লাস্টিকের ব্যাগে অত্যন্ত দক্ষতার সাথে বিস্ফোরক (ট্রাই নাইট্রো টলুইন) লুকিয়ে রেখেছে। বার্তায় লেখা ছিল, "আমি তোমাদের প্রত্যেককে এই পৃথিবী থেকে মুছে ফেলব। একটিও প্রাণ বাঁচবে না।" ইমেইলে আরও বলা হয়, "তোমাদের সকলেরই কষ্ট পাওয়া উচিত। আমি আমার জীবনকে ঘৃণা করি এবং এই খবর দেখার পর গলা ও কবজি কেটে আত্মহত্যা করব।"
ইমেইলটির বয়ান থেকে মনে করা হচ্ছে, প্রেরক তার স্কুল জীবনে মানসিক সহায়তার অভাব বোধ করত। সে লিখেছে, "মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞরা কেউই কখনও সাহায্য করেনি। তারা শুধু ওষুধ দেয়, যা শরীর নষ্ট করে। আমিই তার জীবন্ত প্রমাণ।"
খবর পেয়েই নিরাপত্তা বাহিনী ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে স্কুলগুলোতে পৌঁছায়। প্রতিটি স্কুলের ভবন ও শ্রেণিকক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। তবে শুক্রবার বিকেল পর্যন্ত কোনো স্কুল থেকেই বিস্ফোরক বা অন্য কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার করা সম্ভব হয়নি।
ডিবিসি/এমএআর