আন্তর্জাতিক, ভারত

ভারতে এইচআরকে বোকা বানিয়ে এআই দিয়ে ‘নকল ক্ষত’ তৈরি করে যুবকের ছুটি আদায়!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কর্মক্ষেত্রে ছুটির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এমন অভিনব ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গুগলের এআই টুল ‘ন্যানো ব্যানানা’ (Nano Banana) ব্যবহার করে হাতে ভুয়া ক্ষতের ছবি তৈরি করে অফিস থেকে সহজেই ছুটি আদায় করে নিয়েছেন এক কর্মী। বিষয়টি জানাজানি হওয়ার পর কর্মক্ষেত্রে বিশ্বাস, কোম্পানির সংস্কৃতি এবং আধুনিক এআই জেনারেটরের ভীতিজাগানিয়া বাস্তবতা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ‘গরিলা ট্রেন্ড টেকনোলজিস’-এর প্রতিষ্ঠাতা শ্রেয়াস নির্মল। গত ২৯শে নভেম্বর ২০২৫ তারিখে লিংকডইনে শেয়ার করা এক পোস্টে তিনি পুরো ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান, ওই কর্মী প্রথমে তার স্বাভাবিক হাতের একটি ছবি তোলেন, যেখানে কোনো দাগ বা আঘাতের চিহ্ন ছিল না।এরপর কৌতূহলবশত তিনি গুগলের ‘ন্যানো ব্যানানা’ এআই জেনারেটরে ছবিটি আপলোড করে হাতে একটি ক্ষত তৈরি করার নির্দেশ (প্রম্পট) দেন।

 

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টুলটি এডিট করা এমন একটি ছবি তৈরি করে দেয়, যা দেখে বোঝার উপায় নেই যে সেটি নকল। ছবিতে দেখা যায়, হাতে দগদগে কাটা দাগ, লালচে ভাব এবং চামড়ার টেক্সচার সবই অবিশ্বাস্য রকমের বাস্তব।

 

এরপর ওই কর্মী এডিট করা ছবিটি তার অফিসের এইচআর বা মানবসম্পদ বিভাগে পাঠান এবং মিথ্যা দাবি করেন যে তিনি বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। এইচআর প্রতিনিধি ছবিটি দেখে এতটাই বিচলিত হন যে, তিনি একে সত্য বলে ধরে নেন। তাৎক্ষণিকভাবে তিনি ম্যানেজারের কাছে বিষয়টি জানান এবং সহানুভূতির বার্তাসহ কোনো যাচাই-বাছাই ছাড়াই ওই কর্মীর ছুটির আবেদন মঞ্জুর করা হয়।

 

শ্রেয়াস নির্মলের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ এতে প্রতিক্রিয়া জানান। অনেকেই এআই এডিটিংয়ের এই নিখুঁত কাজ দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তবে নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে প্রযুক্তির চেয়ে করপোরেট সংস্কৃতির সমস্যা হিসেবেই দেখছেন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন