আন্তর্জাতিক, ভারত

ভারতে ৪৬ কেজি গাঁজাসহ মন্ত্রীর ভাই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মধ্যপ্রদেশে ৪৬ কেজি গাঁজাসহ রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিমা বাগড়ির ভাই অনিল বাগড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক পাচারের এই ঘটনায় পঙ্কজ সিং নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতনার মারৌনহা গ্রামে পঙ্কজ সিংয়ের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ধানের বস্তার নিচে লুকানো অবস্থায় ৪টি বড় বস্তা থেকে মোট ৪৮ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। 

 

উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৯ লাখ ২২ হাজার রুপি। পুলিশ জানিয়েছে, পাচারের কাজে ব্যবহৃত গাড়িটির মালিক শৈলেন্দ্র সিং রাজাওয়াত বর্তমানে পলাতক।

 

উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে মন্ত্রীর আত্মীয় (ননদাই) শৈলেন্দ্র সিং সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন। একই পরিবারের একাধিক সদস্য মাদক মামলায় জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

এদিকে, খাজুরাহোতে একটি বৈঠকের সময় সাংবাদিকরা মন্ত্রী প্রতিমা বাগড়িকে তার ভাই ও আত্মীয়ের মাদক পাচার নিয়ে প্রশ্ন করলে তিনি মেজাজ হারান। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘জোর করে এসব কথা কেন বলছ তোমরা?’ মন্ত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসার পর কংগ্রেস বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে।

 

সাতনা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা দায়ের করেছে। আদালত ধৃত অনিল বাগড়ি ও পঙ্কজ সিংকে ১২ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন