গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌকায় মাদক রয়েছে সন্দেহে একাধিক হামলার অনুমতি দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সোমবার হোয়াইট হাউস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে জাতিসংঘ এ ধরনের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলার পর দুইজন বেঁচে গেলে তাদের লক্ষ্য করে দ্বিতীয় হামলার নির্দেশ দেয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি দ্বিতীয় হামলার নির্দেশ দেননি এবং হেগসেথও এমনটি চাননি। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, হেগসেথ অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্রাডলিকে হামলার অনুমোদন দিয়েছিলেন।
জাতিসংঘের মুখপাত্র স্টেফান দ্যুজারিক বলেছেন, এ ধরনের হামলা মানবাধিকার আইনের লঙ্ঘন এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। জাতিসংঘ সব পক্ষকে আন্তর্জাতিক আইন ও চার্টার মেনে চলার আহ্বান জানিয়েছে। হামলার বৈধতা নিয়ে সমালোচকরা তীব্র প্রশ্ন তুলেছেন।
ডিবিসি/আরএসএল