বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

মসজিদের দোতলায় ফুটফুটে নবজাতক, খোঁজ মেলেনি বাবা-মায়ের

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই জুন ২০২৩ ০১:০২:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল নগরীতে একটি মসজিদের দোতলা থেকে এক ফুটফুটে নবজাতক পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় কন্যা শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে কোতোয়ালি মডেল থানাপুলিশ। আজ বুধবার (১৪ জুন) শিশুটিকে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দোতলায় নবজাতকটি দেখতে পান খতিব ও মুয়াজ্জিন রফিকুল ইসলাম। পরে শিশুটির সঙ্গে কাউকে না পেয়ে তিনি বাসায় নিয়ে যান।

মসজিদের খতিব ও মুয়াজ্জিন রফিকুল ইসলাম জানান, শিশুটি উদ্ধারের পরপরই তিনি পুলিশকে জানান। পুলিশের পরামর্শেই আজ বুধবার দুপুরে শিশুটিকে হস্তান্তর করা হয়। তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই তিনি ও তার পরিবার দত্তক নিতে চান।

রফিকুল বলেন, শিশুটি উদ্ধারের পর গত দুদিন ধরে আমার স্ত্রী ও দুই মেয়ে তার দেখভাল করেছে। তাই আমার স্ত্রী-সন্তানদের আগ্রহেই ৪-৫ দিন বয়সী ওই শিশুটিকে আমরা আইন মেনে দত্তক নিতে চাই। বিষয়টি পুলিশকেও জানিয়েছি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, শিশুটিকে এ মুহূর্তে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। যদি কেউ দত্তক নিতে চাযন তাহলে নিয়মানুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।

আরও পড়ুন