বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৮ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়দা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। নিহত জোবায়দা বেগম শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর গ্রামের এখলাছ উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় সার্ভিস লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

 

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উমপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি উলটে যায় এবং এর যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে দুই জন যাত্রী গুরুতর আহত হন।

 

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়দা বেগমকে মৃত ঘোষণা করেন। অপর তিন আহত ব্যক্তিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন