ঢাকার মেট্রোরেলের ভেতরে ব্র্যান্ডিং সেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে মেট্রোরেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ডিএমটিসিএল-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যুগ্মসচিব এবং কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার এহতেশামুল কবির এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক শরিফ সাব্বীর।
এই চুক্তির ফলে মেট্রোরেলের অভ্যন্তরে ব্র্যান্ডগুলোর জন্য নতুন ধরনের বিজ্ঞাপনী সম্ভাবনা উন্মোচিত হলো। মেট্রোরেল যেহেতু প্রতিদিন শহরের নানা শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছায়, তাই এখন ব্র্যান্ডগুলো আরও স্বাভাবিক ও প্রাসঙ্গিকভাবে যাত্রীদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে।
অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, এনডিসি, পি: ইঞ্জি., প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্দুল ওহাব, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত), এবং পরিচালক (প্রশাসন) এ.কে.এম. খায়রুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুল আমিন, চিফ একাউন্টস্ এন্ড ফাইন্যান্স অফিসার শাহীন সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন আবু সাইদ মো: মবিন, কনসালটেন্ট ডিএমটিসিএল ব্র্যান্ডিং প্রজেক্ট সানাউল আহমেদ সহ অন্যান্য প্রতিনিধিরা।
এনেক্স কমিউনিকেশনস লিমিটেড আশা প্রকাশ করেছে, এই সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের অভিজ্ঞতা আরও সুগঠিত ও সংগঠিত হয়ে উঠবে। ডিএমটিসিএল মনে করে, এই উদ্যোগ শহরের নাগরিক যোগাযোগ ও ব্র্যান্ড-মানব সংযোগের এক নতুন মাত্রা যোগ করবে।
ডিবিসি/আরএসএল