বার্সেলোনার নতুন অধ্যায়

মেসির আইকনিক ১০ নম্বর জার্সি এখন লামিন ইয়ামালের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুলাই ২০২৫ ০৮:২৬:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুটবল বিশ্বে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী পেল বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি বুধবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, আগামী মৌসুম থেকে এই বিখ্যাত জার্সিটি পরবেন তাদের তরুণ তুর্কি লামিন ইয়ামাল।

গত রবিবার ১৮ বছরে পা রাখা ইয়ামাল এই জার্সিটি পাচ্ছেন আনসু ফাতির কাছ থেকে, যিনি এই মাসের শুরুতে এক মৌসুমের জন্য ধারে ফরাসি ক্লাব এএস মোনাকোতে যোগ দিয়েছেন। গত মাসে ইয়ামালের সঙ্গে ক্লাবের চুক্তি ২০৩১ সাল পর্যন্ত নবায়ন করা হয়। সেই চুক্তি উদযাপন অনুষ্ঠানেই তার নতুন জার্সি নম্বরটি নিশ্চিত করা হয়, যেখানে ইয়ামাল তার পরিবারের সাথে উপস্থিত ছিলেন।

 

লিওনেল মেসি ২০০৮ সাল থেকে ২০২১ সালে প্যারিস সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার হয়ে এই ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। ক্যাম্প ন্যুতে তিনি কিংবদন্তিতে পরিণত হন, বার্সেলোনাকে ১০টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে সাহায্য করেন এবং ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।

 

এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ইয়ামাল বলেন, "ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে অভিষেক করা এবং বড় হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলা। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি বাচ্চার এটাই স্বপ্ন থাকে। মেসি তার নিজের পথ তৈরি করেছেন, আর আমি আমার নিজের পথ তৈরি করব।"

 

২০২১ সালে মেসির বিদায়ের পর আনসু ফাতি ১০ নম্বর জার্সিটি পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে তিনি দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন নি, যার ফলে তাকে ধারে অন্য ক্লাবে যেতে হয়। এবার সেই জার্সির ভার পড়ল তরুণ ইয়ামালের কাঁধে, যাকে বার্সেলোনার ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে।

 

তথ্যসূত্র বার্সা ইউনিভার্সাল।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন