মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় চোরাকারবারি সন্দেহে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির অধীন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় চোরাকারবারি সন্দেহে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির অধীন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)।
আটক যুবক মাসুক আলীর ভাই ময়নুল মিয়া জানান, তার ভাইসহ তিনজন বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এসময় ১৫-২০ জনের একটি বিএসএফ দল এসে তাদের ধরে নিয়ে যায়। পরে তার ভাই ভারত থেকে ফোন করে জানান যে, তাদের সেখানকার একটি থানায় রাখা হয়েছে। ময়নুল আরও বলেন, "আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শরীফপুর ক্যাম্পে জানিয়েছি। তারা আমাদের বলেছেন বিষয়টি খতিয়ে দেখছেন।"
শরীফপুর ইউনিয়নের সাবেক সদস্য হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শুনেছি রাতে তারা মাছ শিকার করতে গিয়েছিল। পরে বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে শুক্রবার দিনভর এ বিষয়ে তাদের কাছে কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তিনি বলেন, আটককৃতদের পরিবারের কেউ আমাদের কাছে আসেনি এবং ভারতের বিএসএফের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তিনি আরও জানান, স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকও বিষয়টি শুনেছেন এবং খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
এই ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যরা তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডিবিসি/জেআরওয়াই