যশোরে মাদক কেনাবেচা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে তানভীর নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তানভীর শহরের শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও জব্দ করেছে।
থানা সূত্রে আরও জানা গেছে, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা জানান, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল। অভিযানের সময় তানভীর কৌশলে পালিয়ে যান।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পালিয়ে গিয়ে তানভীর বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানেই মাদক সংক্রান্ত বিরোধ বা পূর্বের ঘটনার জের ধরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএআর