স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রংপুরে একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, খুন হওয়া দম্পতি আমাদের দুই সহকর্মীর বাবা-মা। তাদের মধ্যে একজন পুলিশে এবং আরেকজন র্যাবে। আমরা অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরের উদ্বোধন দ্রুত হবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যাতে সেখানে দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।
উপদেষ্টা আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশিক্ষণ, শরীরে লাগানো ক্যামেরা ক্রয় এবং প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
ডিবিসি/কেএলডি