বাংলাদেশ, জেলার সংবাদ

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ক্রিসমাস কেক-মিক্সিং আর ট্রি-লাইটিং উৎসব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ও আনন্দঘন ক্রিসমাস কেক মিক্সিং ও ট্রি লাইটিং অনুষ্ঠান, যা আয়োজন করা হয় জি.বি.সি., লবির লেভেলে। উৎসবমুখর এই আয়োজনে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সম্মানিত অতিথি, এবং হোটেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হোটেলের মাননীয় জেনারেল ম্যানেজার জনাব মো. আল আমিন, পাশাপাশি সকল বিভাগীয় প্রধান এবং হোটেলের অ্যাসোসিয়েটবৃন্দ। সবাই একসঙ্গে ক্রিসমাসের ঐতিহ্যবাহী কেক মিক্সিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে বিভিন্ন ধরনের ফ্রুট সিরাপ, ড্রাই ফ্রুট, বাদাম, ক্যান্ডিড পিল এবং সুগন্ধি মশলার সমন্বয়ে প্রস্তুত করা হয় উৎসবের প্রতীকী মিশ্রণ।

 

পরবর্তীতে অনাড়ম্বর পরিবেশে আলোকিত করা হয় ঝলমলে ক্রিসমাস ট্রি, যা লবি এলাকা জুড়ে ছড়িয়ে দেয় উৎসবের উষ্ণতা ও আনন্দ। অতিথি ও অ্যাসোসিয়েটদের জন্য ছিল বিশেষ হাই টি আয়োজন, যা অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে।

 

অনুষ্ঠানটি কভার করেন দেশের সম্মানিত গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহ, যেমন-
চ্যানেল আই, মাছরাঙা টিভি, একাত্তর টিভি, চ্যানেল নাইন, ইন্ডিপেনডেন্ট টিভি, এসএ টিভি, ডিবিসি নিউজ, ঢাকা এফএম, প্রথম আলো, দ্য বাংলাদেশ মনিটর, দ্য কারেন্ট ভিউ, দ্য ডেইলি সান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আইস টুডে, ক্যানভাস, দ্য ফেম ম্যাগাজিন, দ্য ডেইলি ইত্তেফাক, বিডিনিউজ২৪ ডটকম প্রমুখ।

 

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি জনপ্রিয় মডেল অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল সকলকে শুভ বড়দিন ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানায় এবং ভবিষ্যতে আরও আকর্ষণীয় উৎসব আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন