সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুলের। শেষ ৩ ম্যাচে দুইটিতে ড্র ও একটি জয় পেয়েছে স্লটের দল। আর এই তিন ম্যাচে লিভারপুলের শুরুর একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সালাহ'র।
আগামী মঙ্গলবার (৯ই ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামলে অল রেডরা। তবে এই ম্যাচের জন্য লিভারপুলের স্কোয়াডে জায়গা পাননি মিশরীয় এই তারকা।
মোহাম্মদ সালাহ'র দল থেকে বাদ পড়ার খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি লিভারপুল। তবে ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, সালাহকে বাদ দিয়ে দল ঘোষণা করবে লিভারপুল।
এদিকে কিছুদিন আগে মোহাম্মদ সালাহ দাবি করেন, লিভারপুল মনে করছে এই বাজে ফর্মের কারণ নাকি তার জন্যই হচ্ছে। আর এ জন্য ক্লাব তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে সালাহ বলেছিলেন, ‘কেউ পুরো দায়টা আমার ওপর দিয়ে দিচ্ছে। গ্রীষ্মে ক্লাব আমাকে অনেক কিছু প্রতিজ্ঞা করেছিল। এখন আমি বেঞ্চে, সুতরাং তারা সেসব প্রতিজ্ঞা রাখেনি। আমার (স্লটের) সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এখন আমাদের কোনো সম্পর্কই নেই এবং আমি কারণ জানি না। মনে হচ্ছে, কেউ আমাকে আর ক্লাবে চায় না।’
মৌসুমের শুরুটা দারুণ করেছিলো লিভারপুল। লিগে প্রথম ৫ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ছিল তারা। তবে এরপরই ছন্দপতন। একের পর এক ম্যাচ হেরে এখন তারা টেবিলের নয় নম্বরে।
শুধু লিগেই নয়, চ্যাম্পিয়ন্স লিগেও খারাপ সময় যাচ্ছে স্লটের দলের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ডাচ ক্লাব পিএসভির কাছে ৪-১ গোলে উড়ে গেছে তারা। সেখানে টেবিলের ১৩তম স্থানে রয়েছে লিভারপুল।
ডিবিসি/ এইচএপি