বাংলাদেশ, জাতীয়

শাপলা চত্বরের মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় ৩ মাস বাড়ল

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই মে ২০২৫ ০৭:১৭:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে শেখ হাসিনাসহ নয় আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় তিন মাস বাড়িয়েছে ট্রাইব্যুনাল।

আগামী (১২ই আগস্ট) তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল সকালে এ আদেশ দেয়। 

 

এই মামলার নয় আসামির মধ্যে চারজন গ্রেপ্তার, পাঁচজন পলাতক। এর আগে সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

 

এদিকে, জুলাই আগস্টে উত্তরায় দুই শতাধিক হত্যার মামলায় ২০শে জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন