জাতীয়, রাজধানী

সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে যমুনায় সিইসিসহ কমিশনাররা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে যমুনায় (প্রধান উপদেষ্টার কার্যালয়/বাসভবন) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

রবিবার (৭ই ডিসেম্বর) নির্বাচন ভবন থেকে সোয়া ৪টার দিকে কমিশনারদের সঙ্গে নিয়ে বের হয়ে যান। নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে দেশব্যাপী গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা পর্যালোচনা ও নির্বাচনকালীন ও গণভোট চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন