খেলাধুলা, ক্রিকেট

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে মুস্তাফিজ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই তালিকায় মুস্তাফিজ ছাড়াও ভেঙ্কেটেশ আয়ার, ওনিন্দু হাসারাঙ্গা, রাচিন রবীন্দ্র ও লিয়াম লিভিংস্টোনসহ মোট ৪৫ জন ক্রিকেটার রয়েছেন। 

 

অন্যদিকে, সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। ক্রিকেটবিষয়ক সংবাদ পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, ৩০শে নভেম্বর প্লেয়ার রেজিস্ট্রেশন শেষে ১লা ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হয়।

 

আগামী ১৬ই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মিনি নিলাম। এতে অংশ নিতে মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। ফ্র্যাঞ্চাইজিগুলোতে মোট ৭৭টি জায়গা ফাঁকা রয়েছে, যার মধ্যে ৩১টি স্লট বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ।

 

প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার পর ৫ই ডিসেম্বর চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নেয়া মুস্তাফিজকে এবার শীর্ষ বিদেশি খেলোয়াড়দের কাতারে রাখা হয়েছে।


ডিবিসি/ এএমটি

আরও পড়ুন