বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরার আবাসিক হোটেল থেকে ময়মনসিংহের যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরা শহরের আবাসিক হোটেল ‘প্যারাডাইস’ থেকে সুমন কুমার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ই ডিসেম্বর) রাত ১০টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন কুমার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ি গ্রামের পরিমল দাসের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাত ১২টার পর সুমন কুমার হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। তবে পরদিন শনিবার সারাদিন তাকে রুম থেকে বের হতে দেখা যায়নি বা তিনি কারো সাথে যোগাযোগ করেননি। রাতে হোটেলের ভাড়ার বিষয়ে কথা বলতে কর্মচারীরা তার কক্ষের দরজায় একাধিকবার ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরবর্তীতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুর রহমান জানান, হোটেল কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহ উদ্ধারের সময় দেখা যায় তার কানে হেডফোন লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার পর ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

 

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে এখনো পর্যন্ত মৃত্যুর ক্ষেত্রে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। এটি প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল তথ্য যাচাই-বাছাই করছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন