সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনে জেলা জামায়াতের আমির ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই হামলায় কমপক্ষে ১৫ জন জামায়াত নেতা-কর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৮ই ডিসেম্বর) রাত ১১টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় এঘটনা ঘটে।
আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখা জামায়াতের সভাপতি আ: আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি নূর আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কাজিপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যদের বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলম জানান, সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি ইসলামী জলসায় তিনি উপস্থিত হন। সেখানে তাকে বক্তব্য প্রদানে বাধা দেওয়া হয় এবং তাঁর কর্মীদের মারপিট করা হয়। তিনি অভিযোগ করেন, সেখান থেকে ফেরার পথে সোনামুখী এলাকায় পৌঁছালে তাঁর বহরে বিএনপি নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের কাজিপুর উপজেলা সেক্রেটারিসহ অন্তত ১৫ জন আহত হন।
এই জামায়াত নেতা আরও অভিযোগ করেন, জলসায় ঐ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাও উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতি ও ইন্ধনেই এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডিবিসি/আরএসএল