আন্তর্জাতিক, আরব

সিরিয়ায় সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ৬০০, পর্যবেক্ষক সংস্থার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ০৮:৫৮:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা প্রদেশে সাম্প্রদায়িক বিভেদ থেকে শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা ৫৯৪ জনে দাঁড়িয়েছে বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) বৃহস্পতিবার সন্ধ্যায় এই পরিসংখ্যান প্রকাশ করে। তাদের তথ্য অনুযায়ী, গত রবিবার থেকে শুরু হওয়া এই বর্বরতায় দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০০ জন সদস্য নিহত হয়েছেন।

 

নিহত দ্রুজদের মধ্যে ১৪৬ জন ছিলেন যোদ্ধা এবং ১৫৪ জন সাধারণ নাগরিক। আরও উদ্বেগের বিষয় হলো, এই ১৫৪ জন বেসামরিক নাগরিকের মধ্যে ৮৩ জনকে সরকারি বাহিনী পরিকল্পিতভাবে "সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড" দিয়েছে বলে SOHR অভিযোগ করেছে।

 

অন্যদিকে, সংঘর্ষে কমপক্ষে ২৫৭ জন সরকারি বাহিনীর সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। দ্রুজ যোদ্ধাদের হাতে ৩ জন বেদুইন বেসামরিক নাগরিকও একইভাবে হত্যার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মূলত বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে একটি স্থানীয় বিরোধ থেকেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।

 

পরিস্থিতি আরও জটিল হয় যখন ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন সরকারি সেনা নিহত হয়। ইসরায়েল দাবি করেছে, দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে এবং সরকারি বাহিনীকে সুওয়াইদা থেকে পিছু হটতে বাধ্য করার জন্যই তারা এই হামলা চালিয়েছে। তবে, SOHR-এর দেওয়া এই পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

 

অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন নিরাপত্তা সূত্রগুলো মৃতের সংখ্যা ৩০০ বলে উল্লেখ করেছে এবং সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস নামে আরেকটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে যে তারা অন্তত ১৬৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে।

 

বৃহস্পতিবার নাগাদ, দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুওয়াইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শহরের বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতি ও লুটপাটের কথা জানিয়েছেন। শহরের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও খবর পাওয়া গেছে। তথ্যসূত্র: বিবিসি
 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন