মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে সিরিয়ার সাথে ইসরায়েলকে জোরালো ও কার্যকর সংলাপ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশাল'-এ দেয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, সিরিয়ার অগ্রগতির পথে এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না, যা দেশটিকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
ট্রাম্পের এই বিবৃতির কয়েক দিন আগেই ইসরায়েল সিরিয়ায় নতুন করে হামলা চালায়। রাজধানী দামেস্কের উপকণ্ঠে ওই হামলায় ১৩ জন নিহত হন। সিরিয়ার নতুন সরকার এই ঘটনাকে 'যুদ্ধাপরাধ' বলে আখ্যায়িত করেছে। যদিও ট্রাম্প তাঁর পোস্টে সরাসরি ওই হামলার উল্লেখ করেননি।
গত বছর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণ অংশে দখল বিস্তারের ধারাবাহিকতায় ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সংলাপের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল