আন্তর্জাতিক

সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের ড্রোন হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুদানের দক্ষিণ করদোফান রাজ্যের কালোগি এলাকায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন শিশু রয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কালোগি এলাকার নির্বাহী পরিচালক আল জাজিরাকে জানান, বৃহস্পতিবারের প্রাথমিক হামলায় অন্তত ৭১ জন প্রাণ হারান। এরপর উদ্ধারকাজ চলাকালে দ্বিতীয় দফায় হামলা চালানো হলে মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জনে পৌঁছায়। সুদানি ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, আরএসএফ এবং তাদের সহযোগী সংগঠন ইচ্ছাকৃতভাবে ‘সুইসাইড ড্রোন’ ব্যবহার করে একটি কিন্ডারগার্টেন এবং বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় এই হামলা চালায়।

 

চিকিৎসকদের সংগঠনটি আরও জানায়, প্রথম হামলার পর যখন প্যারামেডিক ও উদ্ধারকর্মীরা হতাহতদের সাহায্য করতে ঘটনাস্থলে জড়ো হন, তখন তাদের লক্ষ্য করে অতর্কিত দ্বিতীয় হামলাটি চালানো হয়। একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তারা। সুদানের সরকারি সেনাবাহিনীর দুটি সূত্র নিশ্চিত করেছে, শহরের হাসপাতাল এবং একটি সরকারি ভবনেও বোমা বর্ষণ করা হয়েছে।

 

সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শিশুদের স্কুলে হত্যা করা তাদের অধিকারের জঘন্য লঙ্ঘন। তিনি সংঘাতরত সব পক্ষকে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এলাকাটিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় বা ব্ল্যাকআউটের কারণে হতাহতের সঠিক তথ্য পেতে বেগ পেতে হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এল-ফাশারের পর করদোফানেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে এবং সেখানে ব্যাপক নৃশংসতার আশঙ্কা তৈরি হয়েছে। গত অক্টোবর থেকে উত্তর করদোফানে আকাশপথে বোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ২৬৯ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। তিন বছর ধরে চলা এই গৃহযুদ্ধে উভয় পক্ষের বিরুদ্ধেই বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতার অভিযোগ রয়েছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন