সৌদি আরবে মাত্র এক সপ্তাহে ২১ হাজার ৫৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার (১২ই জুলাই) এই খবর জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সে দেশের বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুসারে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন ১২ হাজার ৫৫৮ জন। অর্থাৎ, ইকামার মেয়াদ না থাকা বা বৈধ অনুমতিপত্র ছাড়া বসবাসের মতো অপরাধে তাদের আটক করা হয়। এর পাশাপাশি, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে ৫ হাজার ৫০০ জনকে এবং শ্রম আইন সংক্রান্ত কারণে আরও ৩ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৭২ জন। তাদের মধ্যে ৫২ শতাংশ ইথিওপীয়, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, কাউকে অবৈধভাবে সৌদি প্রবেশে সহায়তা করলে অভিযুক্তকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
কর্তৃপক্ষ জনসাধারণকে এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে টোল-ফ্রি নম্বর ৯১১ (মক্কা ও রিয়াদ) এবং ৯৯৯ বা ৯৯৬ নম্বরে (অন্যান্য অঞ্চল) ফোন করে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে।
ডিবিসি/এমএআর