দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে কোন কিছুই করতে দেয়া হবে না মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশে তিনি আরো বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বলেই নিষিদ্ধের দাবি উঠেছে।
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। শনিবার (১০ই মে) দুপুর ১২টার পর থেকেই চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগের ১১ জেলার নেতাকর্মীরা পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন।
নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নেতারা তরুণদের রাজনৈতিক বোধ জাগ্রত করা, তরুণ ভোটাদের আকৃষ্ট করাসহ দেশ গঠন ও সার্বিক উন্নয়নে বিভিন্ন বার্তা দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে কারণ দলটিকে দেশের মানুষ আর দেখতে চায় না কঠিন সময় যাচ্ছে উল্লেখ করে, এমন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা হবে কি না সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। অন্তবর্তী সরকার ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে সকল ষড়যন্ত্র প্রতিহতে তরুনদের আরো একবার জেগে উঠার আহ্বানও জানান বিএনপির এই নেতা।
ডিবিসি/ অমিত