বুধবার (১১ই জুন) সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বর্ষণের কোনো আভাস নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপেক্ষিক আদ্রতার কারণে আজকের তাপমাত্রা অনেক বেশি অনুভূত হচ্ছে।
বর্তমানে দেশের ৪৯টি জেলায় তাপপ্রবাহ চলছে। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, এই গরম অবস্থা কিছুদিন স্থায়ী থাকতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে ভারী বর্ষণ হতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমাবে।
ডিবিসি/এনএসএফ