দেশের ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১লা ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৮টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় ৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের নিজ কাজের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনে 'দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮'-এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ৪ঠা ডিসেম্বরের মধ্যে তাদের বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ওইদিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। এর আগে গত ২৬শে নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল।
ডিবিসি/এসএফএল