বাংলাদেশ, জাতীয়

১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে

বিবিসি, বাংলা

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মার্চ ২০২৫ ০১:৫৩:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত এক হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগের যাচাই-বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (৪ঠা মার্চ) দুপুরে কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক এক হাজার ৬৭ জনের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে বলেও জানান কমিশন সভাপতি।

 

তিনি আরও জানান, গুমের শিকার ৩৩০ জনের অবস্থান জানার জন্য অনুসন্ধান চলছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা “ক্ষীণ” উল্লেখ করেন। এ সময়ে তিনি বলেন, ‘কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে।’

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন