বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

ইসলামপন্থি ভোটে বিভক্তি চায় না ইসলামী দলগুলো

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মতভিন্নতা থাকলেও ইসলামপন্থি ভোট যাতে বিভক্ত না হয় সে লক্ষ্যে ঐক্য করতে চায় ইসলামী দলগুলো। চলমান সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর জোট গঠনের আশা ইসলামী দলগুলোর। তবে তাদের অন্যতম লক্ষ্য ফ্যাসিবাদবিরোধী ঐক্য, সেক্ষেত্রে বিএনপি-জামায়াতের সাথেও চলবে আলোচনা। আর বড় দলগুলো ছাড় না দিলে ধর্মভিত্তিক জোটের পথেই হাঁটতে চায় ইসলামী দলগুলো।

মতের ভিন্নতা রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও নির্বাচন ঘিরে সবার ভোট এক বাকশে আনার চেষ্টায় আছে ইসলামী দলগুলো। এ লক্ষ্যে চলছে জোট গঠনের পরিকল্পনা। সম্প্রতি কওমি ঘরানার পাশাপাশি অন্য ইসলামি দলগুলোকে দেশি ও আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের বক্তব্য দিতেও দেখা গেছে।  

 

নির্বাচন ঘিরে সংস্কার সম্পন্ন হলে ইসলামী দলগুলোর জোটের কাঠামো দৃশ্যমান হবে, বলছে ইসলামী আন্দোলন।    

 

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন ঘিরে সংস্কার সম্পন্ন হলে ইসলামী দলগুলোর জোটের কাঠামো দৃশ্যমান হবে।  

 

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দলের সাথেই হতে পারে আলোচনা বা জোট।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামও বলছে, আওয়ামী লীগ বিরোধী সব দলের সাথেই হতে পারে জোট।  

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন