বাংলাদেশ, জাতীয়

দেশের সব বিভাগেই ভারি বর্ষণ ও কয়েক জেলায় পাহাড়ি ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই জুন ২০২৫ ১২:২৭:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সব বিভাগেই তিনব্যাপী ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অতি বর্ষণের কারণে একাধিক জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ই জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় দক্ষিণ-পশ্চিম মেৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বুধবার সকাল দশটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

 

অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন