রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে রাখা একটি বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আরেকজনকে ধরে ফেলে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শাহ আলী থানার এসআই আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। অবশ্য নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি শাহ আলী থানা পুলিশ।
এ থানার এসআই আনোয়ার গণমাধ্যমে বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বাঁধের ওপরে দাঁড় করিয়ে রাখা গাড়িটির জানালার কাচ ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়ির ভেতরের সম্পূর্ণ আসন পুড়ে যায়।
ডিবিসি/কেএলডি