জেলার সংবাদ, শিক্ষা

অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ মামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ১১:৩৪:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষকে পানিতে ফেলে লাঞ্ছিত করার মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে নগরীর বেলপুকুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আবু আহমেদ জানান, তারা আত্মগোপন করে বেলপুকুরে অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামি সালমান ওরফে টনিকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২রা নভেম্বর রাজশাহী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করার পর পানিতে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়ায় এ ঘটনা ঘটায় সপ্তম পর্বের ছাত্র ও ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ। সৌরভ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি। 

আরও পড়ুন