আন্তর্জাতিক, এশিয়া, প্রবাস

অবৈধ অভিবাসী ধরতে নাইটক্লাবে অভিযান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৪:১১:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে এবার নাইট ক্লাবগুলোতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ।

রবিবার রাতে মালাকা শহরের দুটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ৭৯ নারীসহ ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ক্লাব দুটি থেকে প্রথমে ১৫০ জনকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে ৮১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। আটক ৩০ জন চীনা এবং ৪৯ জন ভিয়েতনামের নারী। এছাড়া নাইট ক্লাবে কর্মরত মিয়ানমারের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এসে নাইট ক্লাবে কাজ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন