আন্তর্জাতিক, প্রবাস

অবৈধ ৬ লাখ প্রবাসীকে বৈধ করবে ইতালি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২০ ১০:১৯:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইতালিতে অবৈধভাবে বসবাসরত ৬ লাখ প্রবাসীকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার এই সিদ্ধান্তে কৃষি কাজ এবং বাসা বাড়ি দেখাশোনায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরা অনিশ্চয়তার মুখে পড়েছেন। অবৈধ অভিবাসীরা এসব খাতে সুযোগ পেলে কাজ হারানোর শঙ্কা প্রবাসীদের।

সবশেষ ২০১২ সালে ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ করা হয়। করোনাভাইরাসের কারণে কৃষি খাতে শ্রমিক সংকটের মুখে ৮ বছর পর আবারও অবৈধ প্রবাসীদের বৈধতার ঘোষণা দিল ইতালি। শ্রমিকদের ঘাটতি রয়েছে যেসব খাতে সেসব খাতে কর্মী নিয়োগ দেয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ ইতালির। তবুও প্রবাসী বাংলাদেশীদের অনেকেরই ভাগ্য অনিশ্চিত।

দেশটির ক্ষমতাসীন জোট সরকারের দুই রাজনৈতিক দল ফাইভস্টার মুভমেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টি আলোচনার পর বৈধতার ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হয়।  এবিষয়ে অধ্যাদেশ জারি হতে পারে যেকোন দিন।

মৌসুমী কাজের ভিসা নিয়ে এসে ইতালিতে অবৈধভাবে বসবাস করছেন দুই লাখ প্রবাসী শ্রমিক। কৃষিকাজ ছাড়াও বাসা বাড়ি দেখাশোনার খাতেও বৈধ হওয়ার সুযোগ পাবেন এই অভিবাসীরা।

ইতালি সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে দালালদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান তাদের।

অন্যদিকে, কৃষি কাজ এবং বাসা বাড়ি দেখাশোনায় অবৈধ অভিবাসীরা সুযোগ পেলে কাজ হারাতে পারেন বলেও আশঙ্কা করছেন অনেকে।

আরও পড়ুন