খেলাধুলা, অন্যান্য খেলা

অলিম্পিকে থাকছে না বহির্বিশ্বের কোন দর্শক

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ২০শে মার্চ ২০২১ ০৬:৩৮:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে জাপানের বাইরে থেকে আগত কোন দর্শক এবারের অলিম্পিক এবং প্যারা-অলিম্পিকে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে টোকিও অলিম্পিক আয়োজক কমিটি।

করোনার কারণে পিছিয়ে যাওয়া ২০২০ সালের অলিম্পিক চলতি বছরের ২৩শে জুলাই এবং ঠিক এক মাস পরেই ২৪শে আগস্ট প্যারা-অলিম্পিক শুরু হবে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই অলিম্পিকে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর স্বাস্থ্যগত ঝুঁকি এড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাপানি নাগরিকদের নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাপানসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণবৃদ্ধি, বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং করোনার নতুন ধরনের উদ্ভবই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

উল্লেখ্য, প্রায় ২শ' দেশ থেকে ১১ হাজার প্রতিযোগী এবারের অলিম্পিকে অংশ নেবেন। অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম কোন আয়োজন স্থগিত হয়।

আরও পড়ুন