খেলাধুলা, অন্যান্য খেলা

অলিম্পিক সামনে রেখে অ্যাথলেটদের অনুশীলনে বিওএ'র নজর

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১২ই ডিসেম্বর ২০২০ ১০:১২:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাকালে বাংলাদেশ গেমস কয়েক ভাগে আয়োজন করতে চায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরিকল্পনা চূড়ান্ত করে সরকারের কাছে দেয়া হবে প্রস্তাবনা।

এদিকে টোকিও অলিম্পিককে সামনে রেখে বিশেষ অনুশীলনে অংশ নেয়া অ্যাথলেটদের উপর নিয়মিত নজর রাখছে বিওএ।

করোনা বাস্তবতায় টোকিও অলিম্পিক এক বছর পেছালেও বসে নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিকের নতুন শিডিউল অনুযায়ী হাতে পাওয়া সময়টি পূর্ণভাবে কাজে লাগাচ্ছে বিওএ। সার্বক্ষণিক নজর আছে অংশ নেয়া অ্যাথলিটদের দিকে।

কোভিড ধাক্কায় পূর্বনির্ধারিত বাংলাদেশ গেমসের সূচিতে আনতে হয়েছিলো বড় পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী বিওএর হাতে আছে অল্প সময়। তবে গেমস আয়োজনের নানান পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই সরকারের কাছে পরিকল্পনা পাছিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে গেমস সময়মতো হবে কি না, সেটি নির্ভর করবে দেশের কভিড পরিস্থিতি ও সরকারী সিদ্ধান্তের উপর।

আরও পড়ুন