আন্তর্জাতিক, অন্যান্য

অস্ট্রেলিয়ার দাবানলের মৃতের সংখ্যা বেড়ে ২৩

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জানুয়ারী ২০২০ ১০:৫১:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন হাজার সেনা মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আজ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দাবানলে এ পর্যন্ত অন্তত দেড় হাজার বাড়িঘর পুড়ে গেছে।

এদিকে, ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে তিনটি দাবানলে একরাতে ৬ হাজার হেক্টর এলাকা পুড়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাড়ি ছাড়া হয়েছে এক লাখ মানুষ। ওই এলাকাকে এরই মধ্যে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ভিক্টোরিয়া রাজ্য সরকার। ভিক্টোরিয়ায় এখনও নিখৌঁজ রয়েছে ২১ জন।

এর আগে শুক্রবার উপকূলীয় এলাকা থেকে এক হাজার মানুষকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী।  

আরও পড়ুন