আন্তর্জাতিক, অন্যান্য

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে দুর্যোগপূর্ণ অবস্থা জারি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ২রা আগস্ট ২০২০ ০৪:৪৯:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে দুর্যোগপূর্ণ অবস্থা জারি করা হয়েছে।

ওই রাজ্যে কারফিউসহ নতুন করে লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া রাজ্য সরকার। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ছয়টা থেকে কড়াকড়ি করে এই লকডাউন শুরু করা হবে।

নতুন এই নিয়মে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বেলা কারফিউ জারি থাকবে। শহরের বাসিন্দারা বাসা থেকে পাঁচ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবে না। ব্যায়াম করার জন্য দিনে একবার বাড়ি থেকে বের হতে পারবে। আর বাজার করতে একবার বাড়ি থেকে বের হতে পারবেন তারা।

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ কম থাকলেও ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করেছে।

দেশটিতে ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২০৮ জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। নতুন করে ৬১৩ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ১৭ হাজার ৮৯৫ জন।

আরও পড়ুন