আন্তর্জাতিক, ইউরোপ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে এপ্রিল ২০২১ ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু হয়েছে। সোমবার এক বছরেরও বেশি সময় পর দুই দেশের নাগরিকদের মধ্যে এমন বাধামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু হলো।

সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দুটি দেশই করোনা নিয়ন্ত্রণে রেখেছিল। এখন দুই দেশের নাগরিকরা বিমানবন্দরে কোয়ারেন্টিনে না থেকে অবাধে চলাচল করতে পারবে।  

নতুন এই সিদ্ধান্তের পর আজ হাজারো মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে।  

এখন কান্তাস, জেটস্টার এবং এয়ার নিউজিল্যান্ড এই রুটে চলাচল করবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গত বছরের মার্চে করোনা ঠেকাতে তাদের সীমান্ত বন্ধ করেছিল।

আরও পড়ুন