আন্তর্জাতিক, অন্যান্য

আইএস'র হামলার পর মোজাম্বিকের হোটেলে আটকা ১৮০ জন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে মার্চ ২০২১ ০৪:২০:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় শহরের একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার পর তিন দিন ধরে আটকা পড়ে রয়েছে ১৮০ জনেরও বেশি মানুষ। এদের মধ্যে বিদেশি কর্মীরাও রয়েছেন।

নিরাপত্তা বাহিনী এবং কর্মীদের সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। মোজাম্বিকের কাবো দেলাগাদো প্রদেশের পালমায় একটি তরলীকৃতি প্রাকৃতিক গ্যাস কেন্দ্রের  কাছের ওই হোটেলে হামলার পর বেশ কয়েক জন মারা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী এবং মানবাধিকার গ্রুপগুলো।

উপকূলীয় শহরটিতে বুধবার বিকেলে অভিযান শুরু করে আইএস সমর্থিত যোদ্ধারা। ভয় পেয়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের জঙ্গলে পালিয়ে যায় আর এলএনজি প্রজেক্ট ও সরকারি কর্মচারিরা আশ্রয় নেয় আমারুল পালমা হোটেলে।  তবে হতাহতদের পরিচয় কিংবা তাদের জাতীয়তা নিয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি।

আরও পড়ুন