বাংলাদেশ, ধর্ম, অন্যান্য ধর্ম

আজ ইস্টার সানডে: খ্রিষ্ট ধর্মাবলম্বীদের পবিত্র দিন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা এপ্রিল ২০২১ ০৯:০১:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ পুনরুত্থান রবিবার বা ইস্টার সানডে, খ্রিষ্ট ধর্মের অনুসারীদের পবিত্র দিন। সকালে রাজধানীর জপমালা রাণীর গির্জায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

করোনা মোকাবিলা এবং মিলন ও সম্প্রীতির বার্তা ছড়ানোর প্রত্যয় উচ্চারিত হয়েছে প্রার্থনায়। খ্রিস্টানদের বিশ্বাস, প্রভু যিশু মানবজাতিকে মুক্তি দিতে এই জগতে এসেছিলেন। যা পুনরুত্থান হিসেবে পরিচিত। করোনার কারণে এবছরও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দিনটির আয়োজন করা হয়েছে।

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত নিয়ম মেনে ইস্টার সানডে পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে সাজানো হয়েছে গির্জা। ভক্তদের মনেও সাজ সাজ রব। সকালের বিশেষ প্রার্থনায় অংশ নিতে গির্জায় আসেন ভক্তরা। ভয়াবহ এই মহামারি থেকে মুক্তির আকুতি তাদের কণ্ঠে।

আরও পড়ুন