বাংলাদেশ, রাজনীতি

আজ সন্ধ্যায় দেশে আসবে বাদলের মরদেহ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ১১:৩০:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদল মারা গেছেন।

বৃহস্পতিবার, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে তার মরদেহ।  

৬৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা গেলো কয়েকদিন ধরে নানান রোগে ভুগছিলেন। তার মৃত্যুত শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল।  

গত ১৮ই অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার ৭টা ৪৫ মিনিটে ওই হাসপাতালে মারা যান তিনি।

 

আরও পড়ুন