জেলার সংবাদ, কৃষি

আবর্জনা থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস ও জৈবসার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ১১:৩৪:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরে বিভিন্ন ধরনের আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে জৈব সার আর বায়োগ্যাস। বিল গেটসের অর্থায়নে এবং পৌরসভার তত্ত্বাবধায়নে স্থানীয় একটি বেসরকারি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে।

পরিবেশ রক্ষায় ফরিদপুর পৌরসভায় ২০০৫ সালে শহরের বদরপুর ও আদমপুরে সাড়ে চার একর জমির উপর ৮ কোটি টাকা খরচে ২টি প্ল্যান্ট তৈরি করা হয়। প্ল্যান্ট দুটিতে পয়ঃবর্জ্য আর রান্নাঘরের আবর্জনা থেকে তৈরি হয় বায়োগ্যাস ও জৈব সার।

শুরুতে দুর্গন্ধের আশংকায় বন্ধের দাবিতে সভা সমাবেশ করলেও আধুনিক পদ্ধতির প্লান্ট দুটি এখন  দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্ল্যান্ট দুটি থেকে উৎপাদিত জৈব সার কৃষকরা নিরাপদ সবজি উৎপাদনে ব্যবহার করছেন। ভালো ফলন পেয়ে দিন দিন এর চাহিদা বাড়ছে। এছাড়া, এখানে উৎপাদিত গ্যাস কম খরচে রান্নার কাজে ব্যবহার করতে পারছেন স্থানীয়রা।

আগামী প্রজন্মকে বাসযোগ্য একটি আবাসস্থল দিয়ে যেতে চাইলে এই ধরনের প্লান্টের বিকল্প নেই বলে জানান ফরিদপুর পৌর কাউন্সিলর ও প্ল্যান্টের সভাপতি আনিসুর রহমান সাবুল।

সুন্দর পরিবেশের স্বার্থে সবগুলো শহরে এ ধরনের প্লান্ট তৈরি হবে বলে আশাবাদী তারা।

আরও পড়ুন