খেলাধুলা, ফুটবল

আবারো পেছালো নারী ফুটবল লিগ শুরুর তারিখ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৪:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অর্ধ যুগ পর নারী ফুটবল লিগ করার ঘোষণা দিয়েও দফায় দফায় ব্যর্থ বাফুফে।  আবারো পেছালো লিগ শুরুর তারিখ। তৃতীয় আসর শুরুর নতুন তারিখ ২২ ফেব্রুয়ারি বলছে ফেডারেশন। পৃষ্ঠপোষক মিলেছে, কিন্তু কমেছে দল। ক্লাবের অর্ন্তদ্বন্দের কারণে বাদ পড়েছে স্বপ্নচুড়া আকেলপুর এফসি।

৩১ জানুয়ারি মাঠে গড়াবার কথা ছিল নারী ফুটবল লিগ। কিন্তু সময়মত হয়নি সে আয়োজন। দ্বিতীয় দফায় বাফুফের ঘোষনা আসে চলতি মাসের ১৫ তারিখ শুরু হবে লিগ। সে চেস্টাতেও সফল হয়নি আয়োজকরা।

যদিও লিগের নতুন তারিখ ঘোষনা করা হয়েছে ২২ ফেব্রুয়ারি। বিপরিতে বাদ দেয়া হযেছে একটি নতুন দল স্বপ্নচুড়া আকেলপুর এফসি কে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এই দলের খেলোয়াড়রা লিগের দ্বিতীয় ফেসে চুক্তি করতে পারবে অংশ নেয়া অন্য দলে।

শুরুতে ৫ দল নিয়ে আসর বসার কথা থাকলেও রেজিষ্ট্রেশন করে ৮ দল। এখন বাদ পড়া স্বপ্নচুড়া ছাড়া লিগে অংশ নেবে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, উত্তরবঙ্গ এফসি, কুমিল্লা ইউনাইটেড, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাচারীপাড়া একাদশ, গ্লাকটিকো এফসি এবং বসুন্ধরা কিংস।

আরও পড়ুন