আন্তর্জাতিক, ভারত

আস্থা ভোটে হেরে পুদুচেরির মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৬:২৭:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিধানসভায় আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ফলে বিধানসভা নির্বাচনের মাত্র তিন মাস আগে কংগ্রেস-ডিএমকে জোট সরকারের পতন হল পুদুচেরিতে।

সোমবার পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দরারাজনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নারায়ণস্বামী।  এর আগে রবিবার কংগ্রেস ও ডিএমকের দুই বিধায়ক পদত্যাগ করায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় জোট সরকার।

এরপরই আস্থাভোটের দাবি জানায় বিরোধিরা।  সরকার পতনের জন্য বিজেপি, স্থানীয় দল এন আর কংগ্রেস এবং সাবেক লেফটেন্যান্ট গভর্নর কিরন বেদিকে দায়ী করেন ভি নারায়ণস্বামী।

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল এন আর কংগ্রেসকে সরকার গঠনের নির্দেশ দেয়া হলে দলটি বিজেপির সঙ্গে জোট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণের এই অঞ্চলও হাতছাড়া হয়ে গেল কংগ্রেসের।    

আরও পড়ুন