জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

আ. লীগ নেতা সোহেল হত্যায় অভিযোগপত্র

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৫:৫৯:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনির নামে পিটিয়ে হত্যা মামলায় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সাবের আহম্মদ ও নগর জাতীয় পার্টির সহসভাপতি ওসমান খানসহ ৫২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার, চট্টগ্রাম আদালতের অতিরিক্ত উপকমিশনার মো: কামরুজ্জামেন কাছে অভিযোগপত্র জমা দেন মামলা তদন্তকারী কর্মকতা।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ই জানুয়ারি পাহাড়তলী বাজারে মাইকে ছিনতাইকারী এসেছে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে আওয়ামী লীগ নেতা সোহেলকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এ সময়, গণপিটুনিতে নিহত হয়েছে বলে প্রচার করা হয়।

এ ঘটনায়, সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে, এই মামলায় গ্রেপ্তার আসামি মোবারক হোসেন পরিকল্পিতভাবে গণপিটুনির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আরও পড়ুন