ক্রিকেট

ইংল্যান্ডের নতুন হেড কোচ ক্রিস সিলভারউড

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৬:৪৫:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংল্যান্ড ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন ক্রিস সিলভারউড। ২০ বছর পর স্বদেশী কোচ পেলো ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানোর পর পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন কোচ ট্রেভর বেইলিস। সেই অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শেষেই দায়িত্ব ছাড়েন তিনি।

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সিলভারউডের। খেলা চালিয়ে গেছেন ২০০২ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে ইংল্যান্ডের জার্সি গায়ে ৬ টেস্ট ও ৭ ওয়ানডে খেলেছেন সিলভারউড। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৫৭৭টি উইকেট। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১০ সালে এসেক্সের কোচিং স্টাফে যোগ দেন তিনি। আর, ২০১৭ সালে ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দেন সিলভারউড।

আরও পড়ুন