প্রবাস

ইতালির লাজিও অঞ্চলে প্রবাসীদের গণহারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জুলাই ২০২০ ১০:২৫:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইতালির লাজিও অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয় বাংলাদেশিদের গণহারে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

সম্প্রতি বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ব্যাপকহারে সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশফেরত।লাজিওতে গত কয়েক দিনে ১০ বাংলাদেশি শনাক্ত হয়েছেন।

সোমবার থেকে শুধুমাত্র স্থানীয় বাংলাদেশিদের জন্য একটি করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হচ্ছে, এমনটাই জানিয়েছে লাজিও'র স্বাস্থ্য বিভাগের প্রধান। যাদের উপসর্গ রয়েছে তাদের করোনা পরীক্ষা করানোর আহবান জানিয়েছেন তিনি।

পাশাপাশি বাংলাদেশ থেকে ফেরার পর কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা উচিত বল এমনে করেন তিনি। ইতালির শুধু লাজিও অঞ্চলেই ৩৭ হাজার প্রবাসী বাংলাদেশি বাস করেন।

আরও পড়ুন