খেলাধুলা, ফুটবল

ইপিএল ক্লাবগুলোকে দলীয় অনুশীলনের অনুমতি দিয়েছে সরকার

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ১২:২৭:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১২ই জুন ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা আরো জোরালো হলো। সোমবারের বৈঠকে দলীয় অনুশীলনের অনুমতি দিয়েছে সরকার।

করোনাভাইরাসের মহামারির মাঝেই জার্মান লিগ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ইউরোপিয়ান ফুটবলে। এবার অন্য লিগগুলো মাঠে ফেরার পালা।

সরকার আর ক্লাব কর্তৃপক্ষের দফায় দফায় বৈঠক যে করেই হোক মাঠে ফেরা চাই ইংলিশ প্রিমিয়ার লিগ। অবশেষ আলোর মুখ দেখছে ইপিএল। সবশেষ সভায় মিলেছে সরকারের অনুমতি, শুরু হয়ে গেছে দলীয় অনুশীলন। শর্ত একটাই, মানতে হবে কঠোর স্বাস্ব্যবিধি। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। আপাতত ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে করতে হবে অনুশীলন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনে জুনের প্রথম সপ্তাহ থেকেই মাঠে ফিরবে প্রতিযোগিতামূলক খেলা। আর ইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১২ জুন। তবে, লিগের চূড়ান্ত সিদ্ধান্ত ২৫মের মধ্যে উয়েফাকে জানাতে হবে ইপিএল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন